বায়ু দূষণের প্রভাবে দিল্লিতে প্রতিদিন ৮ জনের মৃত্যু


প্রকাশিত: ০৮:৩৭ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৭

ভারতের রাজধানী দিল্লিতে বায়ু দূষণের কারণে সৃষ্ট বিভিন্ন রোগে প্রতিদিন আটজনের মৃত্যু হচ্ছে। মঙ্গলবার একটি গবেষণাকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।

প্রতি বছর দিল্লিতে বায়ু দূষণের কারণে সৃষ্ট বিভিন্ন রোগে ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে।

বোস্টন ভিত্তিক একটি সংস্থার ২০১০ সালের একটি রিপোর্ট অনুযায়ী, প্রতিবছর বায়ু দূষণের কারণে সৃষ্ট বিভিন্ন রোগে কমপক্ষে ৩ হাজার মানুষ অকালে প্রাণ হারাচ্ছে।

উচ্চমাত্রার শ্বাসযন্ত্রের ব্যাধি লক্ষণের ওপর ভিত্তি করে দ্য ওয়ার্ল্ড অ্যালার্জি অরগ্যানাইজেশনের ২০১৩ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে, উত্তর দিল্লির চাদনী চকে বসবাসকারী শিক্ষার্থীদের মধ্যে ৬৬ শতাংশের মধ্যেই উচ্চমাত্রার শ্বাসযন্ত্রের ব্যাধির লক্ষণ রয়েছে।

এছাড়া দিল্লির মায়াপুরিতে ৫৯ শতাংশ এবং দিল্লির সারোজিনি নগরে ৪৬ শতাংশের মধ্যেই উচ্চমাত্রার শ্বাসযন্ত্রের ব্যাধির লক্ষণ রয়েছে।

দিল্লিতে দিন দিন বায়ু দূষণের পরিমান বেড়েই চলেছে। কারখানা, প্রতিষ্ঠান এবং যানবাহন পরিবেশকে দূষিত করছে।

এর আগে গত মাসে শীর্ষ আদালত সতর্ক করে জানিয়েছিল, বায়ু দূষণ খুবই মারাত্মক সমস্যা হয়ে উঠেছে। এর সমাধান খুবই জরুরি।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।