ওবামাসহ ২০ রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত তথ্য ফাঁস


প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ৩০ মার্চ ২০১৫

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ২০ জন রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত তথ্য ভুল করে ফাঁস করে দিয়েছে অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। গত বছরের জি-টোয়েন্টি সম্মেলনে আসা নেতাদের এইসব তথ্যের মধ্যে আছে তাদের পাসপোর্ট নম্বরের মতো গুরুত্বপূর্ণ তথ্যও।

সোমবার গার্ডিয়ান পত্রিকা জানায়, ইমিগ্রেশন ডিপার্টমেন্টের এক কর্মকর্তা ভুল করে এই ২০ রাষ্ট্রপ্রধানের পাসপোর্ট ও ভিসা নম্বরসহ অন্যান্য তথ্য পাঠিয়ে দেন এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজকদের কাছে। টুর্নামেন্টটি জানুয়ারিতে অনুষ্ঠিত হয়েছে।

অবশ্য প্রাপক তৎক্ষণাৎ সেই তথ্য নষ্ট করে দেন বলে জানা গেছে এবং এটি আর কারো হাতেই পড়েনি বলে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন বিভাগ।

গতবছর নভেম্বরে ব্রিসবেনে অনুষ্ঠিত হয়েছিল জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলন। এতে যোগ দিতে আসা রাষ্ট্রপ্রধানদের মধ্যে ওবামা ছাড়াও ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, চীনের প্রেসিডেন্ট ঝি জিনপিং, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এঁদের সবার তথ্যই এই তালিকায় ছিল।

ইমিগ্রেশন বিভাগ এ ঘটনার পরপরই তাদের ইমেল নিরাপত্তা জোরদার করেছে।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।