অস্ট্রেলিয়ায় ক্যাথলিক চার্চে শিশুদের যৌন নির্যাতন


প্রকাশিত: ০৪:১১ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৭

অস্ট্রেলিয়ায় ক্যাথলিক চার্চগুলোতে শিশুদের ওপর যৌন নির্যাতন চালানো হয়। চার্চগুলোর যাজকদের বিরুদ্ধে হাজার হাজার শিশুকে যৌন নির্যাতন প্রমাণ মিলেছে। খবর বিবিসির।

একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত ছয় দশকে শিশুকামী যাজকদের হাতে দেশটিতে প্রায় চার হাজার ৪৪০জন শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে।

সিডনিতে শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ তদন্তে গঠিত রয়্যাল কমিশন সোমবার এ তথ্য প্রকাশ করেছে।

কমিশন জানিয়েছে, দেশটির ক্যাথলিক চার্চগুলোতে ১৯৫০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ সময় ধরে শিশুদের ওপর যৌন নিপীড়ন চালানো হয়েছে। এসব ঘটনায় এক হাজার ৮৮০ জন যাজক জড়িত ছিলেন। আর যাজকদের মধ্যে ৯০ ভাগই পুরুষ এবং ১০ ভাগ নারী।

অস্ট্রেলিয়ার মোট ক্যাথলিক যাজকদের সাত শতাংশই শিশু যৌন নিপীড়নের সঙ্গে জড়িত বলে উল্লেখ করা হয়েছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।