মধ্যপ্রাচ্যে পাচারের পথে নেপালে ৩৮ বাংলাদেশি গ্রেফতার


প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৭

মধ্যপ্রাচ্যে পাচার হওয়ার পথে নেপালে অন্তত ৩৮ বাংলাদেশিকে গ্রেফতার করেছে স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ বলছে, উপসাগরীয় দেশগুলোতে ভালো চাকরির প্রলোভনে মানবপাচারকারীদের খপ্পরে পড়েছে এই বাংলাদেশিরা।

বিবিসি এক প্রতিবেদনে বলছে, বেশিরভাগ বাংলাদেশির কাছে ভ্রমণ বা কাজের কোনও ধরনের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। নেপালেই এরা অবৈধভাবে বাস করছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।

তবে দু’জনের কাছে বৈধ কাগজপত্র পাওয়ার পর তাদের ছেড়ে দিয়েছে পুলিশ। এছাড়া বাকি ৩৬ জনকে কাঠমান্ডুর ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশনের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা কীভাবে নেপালে পাচার হয়েছে; তা জানতে আরও তদন্ত করবেন নেপালের কর্মকর্তারা।

তবে প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, এসব বাংলাদেশি নাগরিক স্থলপথে ভারত হয়ে নেপালে এসেছেন। কাঠমান্ডুর বিভিন্ন পোশাক এবং দর্জির দোকানেই মূলত তারা কাজ করতেন।

পুলিশ বলেছে, মানবপাচারকারী চক্র সাধারণত এই ধরনের মানুষদের ইউরোপ বা উপসাগরীয় দেশগুলোতে চাকরি দেয়ার লোভ দেখিয়ে নিয়ে আসে নেপালে। তারপর এখান থেকে তারা অবৈধ কাগজপত্র তৈরি করে অভিবাসী শ্রমিক হিসেবে বিভিন্ন দেশে পাঠায়।

নেপালে অবৈধ অভিবাসীর সংখ্যা কত সে বিষয়ে সুস্পষ্ট ধারণা না থাকলেও পুলিশের মতে সেখানে অন্তত ৫০০ অভিবাসী অবৈধভাবে বাস করছে। বিবিসি বাংলা।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।