ব্রাজিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১১


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ৩০ মার্চ ২০১৫

ব্রাজিলের পূর্বাঞ্চলে পুলিশের সঙ্গে অপরাধী চক্রের সদস্যদের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছে। এই ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। গতকাল রোববার এ ঘটনা ঘটে।

গণমাধ্যমের খবরে বলা হয়, এই অপরাধীরা ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য রিয়ো গ্রান্ডে ডো নর্টের কারেইস নোভোস শহরে ব্যাংক ডাকাতদের একটি দলের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। এদিকে রিয়োর ম্যাঙ্গুয়েইরা বস্তিতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৪ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। -খবর এএফপি

এদিকে জি১ নিউজে বলা হয়েছে, রোববার ভোরে এই অপরাধীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। জবাবে পুলিশ পাল্টা গুলি চালালে ৭ মাদক ব্যবসায়ী নিহত হয়।

এই ঘটনায় অপর এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সে নিজেকে ট্যাক্সি চালক বলে দাবি করে জানিয়েছে, অপরাধী দলটি তাকে অপহরণ করে।

পুলিশ জানিয়েছে, তারা এই অভিযানে বিপুল সংখ্যক বন্দুক, গ্রেনেড ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।