দুবাইয়ে ২৪ ঘণ্টায় ৭৬২ সড়ক দুর্ঘটনা


প্রকাশিত: ০৩:১৭ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৭

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ২৪ ঘণ্টায় ৭৬২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত দুবাইয়ে প্রতি ঘণ্টায় অন্তত ৩২টি সড়ক দুর্ঘটনা রেকর্ড করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

চলতি সপ্তাহে দেশটিতে ভারী বৃষ্টিপাতের সময় এসব দুর্ঘটনা ঘটেছে। প্রতি ঘণ্টায় এ দুর্ঘটনার হার ৩১.৭৫ শতাংশ।

আমিরাতের জাতীয় দৈনিক খালিজ টাইমস এক প্রতিবেদনে বলছে, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দুবাই পুলিশ ৮ হাজার ২৮৬টি টেলিফোন কল পেয়েছে।

কর্ণেল মোহাম্মদ জুমা বলেছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় চালক এবং রাস্তা ব্যবহারকারীদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন এবং মনোযোগ দেয়া উচিত। তিনি চালকদের ধীরে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছেন।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।