পরমাণু আলোচনা শেষ পর্যায়ে : আরাকচি


প্রকাশিত: ০৭:৫৬ এএম, ৩০ মার্চ ২০১৫

পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর চলমান আলোচনা শেষ পর্যায়ে পৌঁছেছে। উভয় পক্ষ চলতি মাসের ৩১ তারিখের মধ্যে চূড়ান্ত চুক্তি করার যে সময়সীমা নির্ধারণ করেছে তার আগে ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভিকে এ কথা বললেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ও পরমাণু আলোচক দলের সদস্য সাইয়্যেদ আব্বাস আরাকচি।

ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আলোচনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। উভয়পক্ষ খসড়া চুক্তিতে পৌঁছেছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা নাকচ করে দিয়েছেন আরাকচি।

অবশ্য, গত বৃহস্পতিবার থেকে সুইজারল্যান্ডের লোসেন শহরে শুরু হওয়া আলোচনায় উভয়পক্ষের ভালো অগ্রগতি হয়েছে বলে জানান তিনি। অনেক বিষয় এখনো কোনো সুরাহা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রেসটিভিকে তিনি বলেন, এসব বিষয়ই রাজনৈতিক, উভয়পক্ষের কাছেই কারিগরি সমস্যা রয়েছে কিন্তু সেসব বিষয়ও রাজনৈতিক সিদ্ধান্তই নিতে হবে। সূত্র : রেডিও তেহরান

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।