অস্ট্রেলিয়ায় হিজাব নিষিদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ


প্রকাশিত: ০৫:১৫ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৭

অস্ট্রেলিয়ায় হিজাব নিষিদ্ধ হতে পারে। প্রকাশ্যে হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা জারির বিষয়ে সরকারি পরিকল্পনার বিরোধীতা করে ভিয়েনা শহরে প্রতিবাদে অংশ নিয়েছেন এক হাজারের বেশি মানুষ।

শনিবারের ওই প্রতিবাদ মিছিলে বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড এবং স্লোগান দিয়ে এমন নিন্দামূলক প্রস্তাবনা বাতিলের আহ্বান জানান। অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি মুসলিম সংগঠনের অংশগ্রহণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাসভবনের কাছেই ওই বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভে অংশ নেয়া অধিকাংশই ছিলেন নারী।

আয়োজকরা জানিয়েছেন, তারা হিজাব নিষিদ্ধের বিরোধীতা করেন। এটা কোনো ভাবেই মেনে নেয়া যায় না। দেশটিতে প্রায় ৬০ লাখ মুসলমান বসবাস করেন। এর মধ্যে একটি বড় অংশই নারী যারা হিজাব পরিধান করেন। তাই একটি সম্প্রদায়ের ওপর এ ধরনের নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়া উচিত নয়।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।