সাতটি মুসলিম দেশের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত


প্রকাশিত: ০৪:৫০ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৭

সিরিয়াসহ সাতটি মুসলিম দেশের নাগরিকদের বিরুদ্ধে ট্রাম্পের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন আদালত।  যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ শনিবার এই আদেশ দেন। খবর সিএনএন।

এই স্থগিতাদেশের ফলে নিষেধাজ্ঞায় থাকা সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে আর কোনো বাধা থাকল না।

গত ২৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের অভিবাসন গ্রহণ নীতি চার মাসের জন্য স্থগিত করে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে ট্রাম্পের এই নিষেধাজ্ঞা জারির পরপরই যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে ব্যাপক বিক্ষোভ হয়।

ট্রাম্পের নিষেধাজ্ঞা জারির পর ইতোমধ্যে ৬০ হাজার ভিসার আবেদন ফেরত দেয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় পড়া দেশগুলো হল, সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।