ট্রাম্পকে গুপ্তহত্যার আহ্বান ১২ হাজার টুইটে


প্রকাশিত: ০৯:৩১ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে চেয়ে ও হত্যার আহ্বান জানিয়ে শপথের দিন (২০ জানুয়ারি) থেকে এখন পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ১২ হাজার টুইট হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য-উপাত্ত বিশ্লেষণকারী ডাটামিনরের এক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল বলছে, প্রেসিডেন্টকে হত্যার হুমকি দেয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ওহিও অঙ্গরাজ্যের জ্যাচারি বেন্টনের (২৪) বিরুদ্ধে ইতোমধ্যে অভিযোগ গঠন করা হয়েছে। ট্রাম্পের শপথের পর ওয়াশিংটন ডিসিতে নারীদের প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে হোয়াইট হাউস উড়িয়ে দেয়ার হুমকির পর মার্কিন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ম্যাডোনা ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।

trump

দেশটির সেক্রেট সার্ভিসের সাবেক স্পেশাল অ্যাজেন্ট টিম ফ্রাঙ্কলিন ম্যাশবেলকে বলেছেন, একই ধরনের হুমকি ও কোনো সম্ভাব্য আক্রমণের সুনির্দিষ্ট বিবরণের পুনরাবৃত্তি হতে পারে বলে আশঙ্কা করেছে সংস্থাটি।  

গ্যালাপের এক জরিপ বলছে, প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে ৫০ শতাংশেরও কম অ্যাপ্রুভাল রেটিং নিয়ে হোয়াইট হাউসে গেলেন ডোনাল্ড ট্রাম্প।

ম্যাশাবল বলছে, টুইটারে ‘ট্রাম্পকে গুপ্তহত্যা’ (assassinate Trump) লিখে গত ২০ জানুয়ারির পর এখন পর্যন্ত ১২ হাজারের বেশি টুইট হয়েছে।

সূত্র : ডেইলি মেইল।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।