বিরল তুষারপাতে ভারী সতর্কতা আরব আমিরাতে


প্রকাশিত: ০৮:৫৬ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৭

সংযুক্ত আরব আমিরাতে তুষারপাত ও প্রবল ঝড়ে ক্রেন ধসে পড়ে একজন আহত ও তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশটিতে সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। শুক্রবার উপসাগরীয় মরুভূমি অঞ্চলের দেশটিতে প্রচণ্ড বাতাস ও ভারী তুষারপাতের কারণে এ সতর্কতা জারি করা হয়েছে।  

স্থানীয় কর্মকর্তারা বলছেন, বাতাস ও তুষারপাতের কারণে দুবাইয়ের প্রধান রাস্তা শেইখ জায়েদ সড়কে শুক্রবার একটি ক্রেন ধসে পড়েছে। এতে একজন আহত ও তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, তীব্র বাতাস ও তুষারপাতের কারণে সাইক্লিস্টদের একটি অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। আয়োজকরা বলছেন, শক্তিশালী বাতাস সাইক্লিস্টদের বিপদের কারণ হতে পারে; এই আশঙ্কায় তা বাতিল করা হয়েছে।

দুবাই থেকে ওমান সীমান্তের হাত্তা এলাকায় ১৭০ কিলোমিটার সড়কে সাইক্লিস্টদের শোভাযাত্রার কথা ছিল। তবে শনিবার এই আয়োজন পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে।   

আমিরাত জুড়ে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে বাতাস বইছে। তবে আমিরাতের রাস আল খাইমাহর জেবেল জায়েস পর্বতে বিরল তুষারপাত হচ্ছে। পর্বতের দুই হাজার মিটার এলাকাজুড়ে ১০ সেন্টিমিটার (৪ ইঞ্চি) তুষারপাত হয়েছে বলে দেশটির আবহাওয়া দফতরের কর্মকর্তারা জানিয়েছেন।

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।