মরিশাসের তলদেশে আরেকটি মহাদেশ?


প্রকাশিত: ০৪:২৬ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৭

বই-পুস্তকে সবখানে এতদিন সাতটি মহাদেশের কথা বলা হলেও গবেষকদের এখন মাথা ঘামাতে হচ্ছে নতুন আরেকটি মহাদেশ নিয়ে। ধারণা করা হচ্ছে মরিশাসের নীচে এই মহাদেশের অবস্থান। আর সে মহাদেশের বয়স প্রায় ৩০০ কোটি বছর।

গবেষকদের ধারণা, পৃথিবী তৈরির পরপরই এ মহাদেশের উৎপত্তি হয়েছিল।

গবেষকরা বলছেন, ৩০০ বছর আগে যখন গন্ডোয়ানা ভাগ হয়ে যায় তখনই এই দ্বীপ মহাদেশ হারিয়ে যেতে থাকে।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।