ট্রাম্পের উপদেষ্টা কমিটি থেকে উবার প্রধানের পদত্যাগ


প্রকাশিত: ০৬:২৮ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৭

জনপ্রিয় মার্কিন অনলাইনভিত্তিক পরিবহন সেবা উবারের প্রধান নির্বাহী ট্রাভিস কালানিক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা কমিটি থেকে পদত্যাগ করেছেন। ট্রাম্পের উপদেষ্টা কমিটিতে যোগ দেয়ার পর উবারে কর্মরত লোকজন এবং জনগণের সমালোচনার মুখে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন তিনি। খবর বিবিসির।

শুক্রবার প্রেসিডেন্টের সঙ্গে কমিটির সদস্যদের এক বৈঠকে অংশ নেয়ার কথা ছিল। সাতটি মুসলিম দেশের অভিবাসীদের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞার কারণে উবারের কর্মীরা ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইতোমধ্যেই ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে তিন মিলিয়ন ডলারের একটি ফান্ড গঠন করা হয়েছে। এতে উবারের চালকরাও অন্তর্ভূক্ত থাকবেন।

তবে কালানিকের এই পদত্যাগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউস।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।