২৬ বছরের তরুণ গণবলাৎকারের শিকার ভারতে


প্রকাশিত: ০৩:১৩ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৭
প্রতীকী ছবি

ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণ-পূর্বাঞ্চলের গোবিন্দপুরির বানর পার্কে ২৬ বছর বয়সী এক তরুণ গণবলাৎকারের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। দেশটির পুলিশ বলছে, চারজনের বিরুদ্ধে গণবলাৎকারের অভিযোগ এনেছেন ওই তরুণ।

পুলিশের এক কর্মকর্তা বলেছেন, ওই তরুণের সহায়তায় অভিযুক্ত চারজনকে শনাক্ত করা হয়েছে। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।

বলাৎকারের শিকার তরুণ তুঘলাকাবাদ এলাকার বাসিন্দা। তার চাচি সঙ্গম বিহার এলাকায় থাকেন। গত ২৯ জানুয়ারি চাচির সঙ্গে দেখা করতে যাওয়ার পথে রাত ৯টার দিকে বানর পার্কের ভেতরে এ ঘটনা ঘটে।

বলাৎকারের শিকার তরুণ বলেন, পার্কের ভেতর দিয়ে যাওয়ার পথে অভিযুক্ত একজন তাকে ডাক দেন। পরে চারজন মিলে তার ওপর যৌন-নিপীড়ন চালায়। প্রতিবাদ করায় তরুণের মাথায় পাথর দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা।

ওই তরুণ বর্তমানে শঙ্কামুক্ত। পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করেছে। তবে প্রতিহিংসার কারণে ওই তরুণ বলাৎকারের শিকার হয়েছেন কিনা তা এখনো জানা যায়নি। অভিযুক্তদের গ্রেফতারের পর এ বিষয়ে পরিষ্কার তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র : সিয়াসাত।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।