লাইফ সাপোর্টে আছেন খালেদা জিয়া : নৌপরিবহন মন্ত্রী


প্রকাশিত: ০৮:০৮ এএম, ২৮ মার্চ ২০১৫

নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, খালেদা জিয়া রাজনৈতিকভাবে লাইফ সাপোর্টে রয়েছে। যদি তাকে জীবন রক্ষা করতে হয়, তাহলে নির্বাচনের মধ্য দিয়ে আবার রাজনৈতিকভাবে দাঁড়াতে হবে। অন্যথায় বিগত দিনে তিনি যে ভুল করেছিলেন, এবারও সেই ভুল করলে তাকে চরম মূল্য দিতে হবে।

শনিবার বেলা ১২টায় মাদারীপুরে হায়দার কাজী জুট মিলস প্রাইভেট লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নৌমন্ত্রী আরো বলেন, বিএনপি যখন হরতাল-অবরোধ ডেকেছে, তখন বাংলার মানুষ তা মানে নাই। এমন কি তাদের দলের লোকজনও তা মানেনি। তারা কল-কারখানা, গাড়ি, লঞ্চ, দোকনপাট চালু রেখেছে। এখন তাদের উচিত সিটি নির্বাচনে অংশ নিয়ে আবারও গণতন্ত্রে ফিরে আসা। নির্বাচনে ষড়যন্ত্র করলে তারাই এর খেসারত দিবে।

মন্ত্রী এসময় বিএনপিকে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহবান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক কাজী হায়দার হোসেন। সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সাবেক পৌর মেয়র চৌধুরী নূরুল আমল বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রব খান।

উল্লেখ্য, প্রায় শত কোটি টাকা মূল্যে শহরের সৈদারবালী এলাকায় ৪০ একর জায়গা জুড়ে হায়দার কাজী জুট মিলের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল।

এসএইচএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।