সৌদি রণতরীতে হুথিদের হামলায় ২ ক্রু নিহত


প্রকাশিত: ০৪:৩০ এএম, ৩১ জানুয়ারি ২০১৭

সৌদির একটি রণতরীতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় দুই ক্রু নিহত হয়েছেন। সোমবার ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে তিনটি নৌকায় করে সৌদি রণতরী লক্ষ্য করে এই হামলা চালিয়েছে হুথিরা। ওই হামলায় আরো তিনজন আহত হয়েছে। খবর রয়টার্সের।

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি জোটের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পশ্চিমাঞ্চলীয় হোদেইদা বন্দরে টহলরত একটি রণতরীতে তিনটি নৌকা নিয়ে আত্মঘাতী হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা।

একটি নৌকার সঙ্গে রণতরীর পেছন দিকে সংঘর্ষ হলে এতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। এতে রণতরীর দুই ক্রু নিহত হন। তবে বিবৃতিতে নিহত ক্রুদের পরিচয় জানানো হয়নি।  

ইরান সমর্থিত হুথি সংগঠন ওই হামলার দায় স্বীকার করেছে। গত ছয় মাসে এ নিয়ে তিনবার সৌদি রণতরীতে হামলা চালানো হয়েছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।