ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প


প্রকাশিত: ০৩:৫০ এএম, ৩১ জানুয়ারি ২০১৭

অভিবাসন নীতি নিয়ে প্রশ্ন তোলায় ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্যালি ইয়েটসকে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে বারাক ওবামার সময়কালে নিয়োগ করা হয়েছিল। খবর বিবিসির।

অভিবাসন বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নির্বাহী আদেশ জারি করেছিলেন তা বলবৎ না করতে জাস্টিস ডিপার্টমেন্টের কর্মকর্তাদের আদেশ দিয়েছিলেন ইয়েটস। সেজন্যই তাকে বরখাস্ত করা হয়েছে।

এর আগে এক চিঠিতে ইয়েটস বলেছিলেন, অভিবাসন বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আদেশ জারি করেছিলেন সেটি আইন সংগত হয়নি বলেই তার মনে হয়।

তিনি বলেছেন, ‘আমি যতক্ষণ ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি, ততক্ষণ পর্যন্ত জাস্টিস ডিপার্টমেন্ট প্রেসিডেন্টের নির্বাহী আদেশের পক্ষে কোন যুক্তি তুলে ধরবে না।’

হোয়াইট হাউসের তরফ থেকে বলা হয়েছে , এ ধরনের অবস্থানের মাধ্যমে ইয়েটস তার অফিসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।