দুর্ঘটনায় কাতরাচ্ছেন পুলিশ কর্মকর্তা, ভিডিও ধারণে ব্যস্ত পথচারীরা
ভারতের কর্ণাটকের মহিশুড়ে সড়ক দুর্ঘটনার পর দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িতে পুলিশের এক কর্মকর্তা প্রায় এক ঘণ্টা ধরে আটকা পড়ে থাকলেও কেউ তাকে উদ্ধারে এগিয়ে আসেননি। শুধু তাই নয়; এ সময় ওই পুলিশ কর্মকর্তার শরীর থেকে রক্ত গড়ে পড়ছিল।
আর এ দৃশ্য মোবাইল ক্যামেরায় ধারণে ব্যস্ত পথচারীরা তাকে উদ্ধারে সহায়তার হাত বাড়াননি। পথচারীদের এমন নিষ্ঠুরতায় শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ওই কর্মকর্তা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম চলছে ব্যাপক সমালোচনা ও বিতর্ক।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত মহেশ কুমার হাসপাতালে মারা গেছেন। দুর্ঘটনা ও মেডিকেলে আনার মাঝের আশঙ্কাজনক সময় অতিবাহিত হওয়ার পর তাকে হাসপাতালে নেয়া হয়।
শনিবার বিকেলে মহিশুড়ে পুলিশের জিপ গাড়ির সঙ্গে সরকারি এক বাসের সংঘর্ষ ঘটে। জিপ গাড়ির চালক কনস্টেবল লহ্মণ ঘটনাস্থলেই মারা যান। পাশের আসনে বসা ওই পুলিশ কর্মকর্তা দুর্ঘটনার শিকার দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির ফাঁদে আটকা পড়েন।
দুর্ঘটনায় আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধারে এগিয়ে না এলেও পথচারীরা ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত হয়ে পড়েন। দেখুন ভিডিও...
এসআইএস/পিআর