ইয়েমেনে ২৪ ঘণ্টায় ১২০ হুথি বিদ্রোহী নিহত


প্রকাশিত: ০৭:৩৩ এএম, ৩০ জানুয়ারি ২০১৭

ইয়েমেনের পশ্চিমাঞ্চলে সৌদি সমর্থিত সরকার বাহিনী এবং শিয়া হুথি বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ের ঘটনায় ১২০ হুথি বিদ্রোহী নিহত হয়েছে। হুথিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টা ধরে লড়াই চালিয়েছে সরকার বাহিনী।

লোহিত সাগরের উপকূলীয় মোচা শহরের স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, হুথি বিদ্রোহী সমর্থিত ৯৫ জনের বেশি সদস্য নিহত হয়েছে। লড়াইয়ে বহু হুথি বিদ্রোহী আহত হয়েছে।

গত ২৪ ঘণ্টার লড়াইয়ে সরকার বাহিনীর ২৫ সেনা নিহত হয়েছে। তবে সেনাদের মৃত্যুর পরও হুথিদের বিরুদ্ধে একের পর এক হামলা চালিয়েছে সেনারা।

গত সপ্তাহে মোচা এলাকা এবং এর বন্দর থেকে শিয়া হুথি বিদ্রোহীদের হটিয়ে পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী।

সরকার বাহিনী জানিয়েছে, মোচা শহরে বম্ব স্কোয়াড দলের সদস্যরা হুথি বিদ্রোহীদের মাটিতে পুতে রাখা বোমা নিষ্ক্রিয় করছে।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।