ইরানের পরমাণু স্থাপনাতে অভিযান চালানো হোক : বোল্টন
ইরানের পরমাণু অবকাঠামোর বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন মার্কিন রিপাবলিকান দলের যুদ্ধবাজ নেতা জন বোল্টন। ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর চলমান আলোচনার কঠোর নিন্দা করে এ আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক নিবন্ধে এ আহ্বান জানান বোল্টন।
আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের আমলে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন তিনি। নব্যরক্ষণশীল সাবেক এ কূটনীতিবিদ লিখেছেন, আলোচনার মাধ্যমে বা নিষেধাজ্ঞা দিয়ে পরমাণু কর্মসূচির থেকে ইরানকে বিরত করা যাবে না, বা পরমাণু অস্ত্র নির্মাণের সুপরিসর স্থাপনা তৈরি থেকে সরিয়ে আনা যাবে না।
১৯৮১ সালে ইরাকের ওসিরাক বা ২০০৭ সালে সিরিয়ার পরমাণু চুল্লি যেভাবে ইসরাইল ধ্বংস করে দিয়েছে কেবলমাত্র সে রকম সামরিক অভিযান দিয়ে আমেরিকা নিজ কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে পারবে। বোল্টন তার নিবন্ধে এমন দাবি করেছেন।
অবশ্য তিনি স্বীকার করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করে ইরানের সমগ্র পরমাণু অবকাঠামো হয়ত ধ্বংস করতে পারবে না। কিন্তু এতে পরমাণু জ্বালানি চক্রের গুরুত্বপূর্ণ সংযোগগুলো বিনষ্ট হবে এবং ইরানের পরমাণু কর্মসূচি তিন থেকে পাঁচ বছর পিছিয়ে যাবে। সূত্র : রেডিও তেহরান
বিএ/এমএস