থাইল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে আহত ৫০
থাইল্যান্ডের মধ্যাঞ্চলের আয়ুথাইয়া প্রদেশে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জনের বেশি লোক আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার স্টেট রেলওয়ে অব থাইল্যান্ডের জ্যেষ্ঠ কর্মকর্তা থানোংসাক কংপ্রাসার্ট এ কথা জানান।
সূত্র জানায়, ব্যাংকক থেকে ডেঞ্চাইগামী একটি দ্রুতগামী ট্রেন একটি স্টেশনারি এক্সপ্রেস ট্রেনের পেছনে সজোরে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। কর্মকর্তা বলেন, এ ঘটনায় ৫২ জন আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের দুইজনের অবস্থা গুরুতর।
তিনি আরও জানান, এ ঘটনায় ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। ব্যাংকক থেকে দেঞ্চাইগামী ট্রেনটির চালক ও টেকনেসিয়ান আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় দুর্যোগ পরিকল্পনা কর্মকর্তা উদোনসাক কাউনুনা জানান, এতে এক মার্কিন ও এক দক্ষিণ কোরীয় নাগরিকও আহত হয়েছেন। তাদেরকে নিকটস্থ হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
থাইল্যান্ডে মাত্র ২৫০ কিমি ডুয়েল রেলপথ রয়েছে। চীনের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রেলপথ সস্প্রসারণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমান রেলপথ কাঠামো খুবই দুর্বল, গতিহীন ও দুর্ঘটনা স্বাভাবিক ঘটনা। সূত্র :এএফপি
বিএ/এমএস