মালয়েশিয়ায় মহান স্বাধীনতা দিবস পালিত


প্রকাশিত: ০৭:২৯ এএম, ২৭ মার্চ ২০১৫

মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশন কর্তৃক ৪৪তম মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। ২৬ মার্চ সাড়ে ৭ টায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের রেনিসন হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয় ২৬ মার্চের তাৎপর্য নিয়ে আলোচনা সভা।

মান্যবর হাই কমিশনার মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও শমিকা শবনমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া সরকারের ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী দাতু ডঃ হাজী ওয়ান জুনাইদি বিন তোয়াংকু জাফর।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও মালয়েশিয়ার জাতীয় সঙ্গীত পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় প্রধান অতিথি দাতু ডঃ হাজী ওয়ান জুনাইদি বিন তোয়াংকু জাফর বলেন, বাংলাদেশ আমার প্রিয় দেশের মধ্যে একটি দেশ, ২৬ মার্চ এই দিনটি স্মরণীয় দিন। লাখ লাখ মানুষের আত্মত্যাগের বিনিময়ে একটি স্বাধীন দেশ পেয়েছেন বাংলাদেশীরা। মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় উপস্থিত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। তার সাথে সাথে আালোচনা সভায় উপস্থিতিদের দীর্ঘায়ু কামনা করেন তিনি।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন মালয়েশিয়ার অবস্থানরত বিভিন্ন দেশের কুটনৈতিক কর্মকর্তা বৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশী প্রবাসী কমিউনিটিরা। অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র ও নৃত্য পরিবেশন বিদেশি কুটনৈতিকদের মন কেড়ে নেয়।

মান্যবর হাই কমিশনার মোঃ শহিদুল ইসলাম ২৬ শে মার্চ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে ঘন্টাব্যাপী শুরু হওয়া আলোচনা সভার সমাপ্তি টানেন । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাই কমিশনের কন্স্যুলার রইছ হাসান সারোওয়ার, ফার্ষ্ট সেক্রেটারী মোসলেমা নাজনীন, এম এস কে শাহীন, লেবার কন্স্যুলার সায়েদুল ইসলাম মুকুল, নাজনীন সুলতানা, কমার্শিয়াল উইং ধনঞ্জয় কুমার দাস, শাহিদা সুলতানা এবং মালয়েশিয়া আওয়ামীলীগ, বিএনপি, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, মুক্তিযোদ্বা প্রজন্মলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ও দূতাবাসের সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ।

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।