সৌদি আরবে আশ্রয় নিলেন ইয়েমেনের প্রেসিডেন্ট


প্রকাশিত: ০৬:৩৭ এএম, ২৭ মার্চ ২০১৫

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী অ্যাডেন ত্যাগ করে সৌদি আরবে আশ্রয় নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদ-রাব্বু আল-মানসুর হাদি। ইয়েমেনের শিয়াপন্থি হুথি বিদ্রোহীদের ওপর বিমান হামলার মধ্যে বৃহস্পতিবার সুন্নিপন্থি প্রেসিডেন্ট হাদি সৌদি আরবে আশ্রয় নিলেন।

গত জানুয়ারিতে রাজধানী সানায় অবস্থিত প্রেসিডেন্ট ভবন হুথিরা দখলে নেওয়ার পর সেখানে কিছুদিন অবরুদ্ধ থাকার পর মুক্তি পেয়ে অ্যাডেনে আশ্রয় নেন হাদি।  প্রেসিডেন্টশিয়াল কাউন্সিল গঠন করে সরকারি কার্যক্রম শুরুর পর হুথিরা অ্যাডেনসহ অন্যান্য শহর দখলের জন্য অগ্রসর হলে বুধবার থেকে বিমান হামলা শুরু করে সুন্নি প্রধান দেশ সৌদি আরব ও তার আঞ্চলিক মিত্র জোট। এখন পর্যন্ত সৌদি বিমান হামলায় ছয় শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছে বলে মানবাধিকার সংগঠন অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে। এর আগে হুথি কর্তৃপক্ষ এ সংখ্যা ১৮ জনের কথা জানিয়েছিল।

সৌদির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, আবদ-রাব্বু আল-মানসুর হাদি বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেন। মিশরে শারম আল-শেখ সম্মেলন কেন্দ্রে শনিবার যে আবর সম্মেলন হওয়ার কথা রয়েছে সেখানে তিনি যোগ দেবেন। তবে তিনি দেশে ফিরে যাবেন কি না, সে ব্যাপারে কিছু বলা হয়নি। সূত্র : আলজাজিরা

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।