এবার ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনায় সুন্দর পিচাই


প্রকাশিত: ০৯:০৮ এএম, ২৯ জানুয়ারি ২০১৭

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের পর এবার ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনা করলেন ভারতীয় বংশোদ্ভূত গুগল কর্মকর্তা সুন্দর পিচাই। খবর প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার।

শনিবার গুগলের কর্মীদের ইমেইল পাঠিয়েছেন তিনি। সেখানে নতুন প্রেসিডেন্টের দূরদর্শিতার সমালোচনা করেন পিচাই লিখেছেন, ‘প্রেসিডেন্টের সিদ্ধান্তে আমরা সত্যিই খুব মর্মাহত। সাতটি মুসলিম দেশ থেকে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করায় প্রায় ১৮৭ জন গুগল কর্মী ক্ষতিগ্রস্ত হবেন।’

তিনি আরো বলেন, ‘তারা ওই সব দেশে বাস করেন। তাদের পরিবারের লোকজনের কথা ভেবে দুশ্চিন্তা হচ্ছে। তবে এই সিদ্ধান্তে ক্ষতি আসলে আমাদেরই হচ্ছে। প্রতিভাশালী লোকজন আমেরিকায় প্রবেশে বাধা পেলে উন্নতি হবে কী করে এমনটাই প্রশ্ন সুন্দর পিচাইয়ের।

সব ধরনের শরণার্থীর প্রবেশ নিষিদ্ধ করতে শুক্রবার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনিক নির্দেশে স্বাক্ষর করা মাত্রই নিজেদের কর্মীদের নিরাপত্তা নিয়ে সক্রিয় হয় গুগল কর্তৃপক্ষ। বিদেশ থেকে প্রায় ১শ’ কর্মীকে ইতিমধ্যেই আমেরিকায় ফিরিয়ে এনেছেন তারা।

নির্বাচনী প্রচারণার শুরু থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে শরণার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা নিয়ে গলা চড়িয়েছেন ট্রাম্প। ক্ষমতায় আসার আটদিনের মাথায় তা করেও দেখালেন তিনি। আগামী ১২০ দিনের জন্য আমেরিকায় সব ধরনের শরণার্থীর প্রবেশ নিষিদ্ধ রুখতে শুক্রবার পেন্টাগনে একটি প্রশাসনিক নির্দেশে স্বাক্ষর করেন তিনি।

ইরাক, ইরান, সিরিয়া, ইয়েমেন, সুদান, লিবিয়া এবং সোমালিয়া এই সাতটি মুসলিম দেশের ওপর বিধিনিষেধ জারি করে বলেন, আগামী চার মাসে নতুন অভিবাসী শনাক্তকরণ ব্যবস্থা চালু হবে, যেখানে মুসলিম প্রধান দেশ থেকে আগত ধর্মীয় সংখ্যালঘুরা আমেরিকায় আশ্রয় পাবেন। তবে অগ্রাধিকার পাবেন খ্রিষ্টানরা।

তবে ট্রাম্প শুক্রবার যে নির্বাহী আদেশ জারি করেছিলেন তা সাময়িকভাবে স্থগিত করে দিয়েছেন স্থানীয় একটি আদালত।

ট্রাম্পের নির্বাহী আদেশের বিপক্ষে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) এর একটি আবেদনের প্রেক্ষিতে আজ রোববার যুক্তরাষ্ট্রের আদালত এই আদেশ দেন।

এসিএলইউ বলছে, আদালতের এই আদেশের ফলে নিউ ইয়র্কের বিমানবন্দরে আটক ব্যক্তিরা মুক্তি পাবেন।

সাতটি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ট্রাম্পের নির্বাহী আদেশের পর থেকে বিভিন্ন বিমানবন্দর বা ট্রানজিটের সময় অন্তত একশো থেকে দুইশোর মতো নাগরিককে আটক করা হয়েছে বলে ধারণা করছে এসিএলইউ।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।