কাশ্মীরে আবারও তুষার ধসে ৫ সেনা নিহত


প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ২৮ জানুয়ারি ২০১৭

ভারত শাসিত কাশ্মিরে তুষার ধসে আরও ৫ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। শনিবার সকালে জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার মছিল সেক্টরে দুর্ঘটনাটি ঘটে।

সেনা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়ার বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, ওই পাঁচ সেনাই ৫৬ রাষ্ট্রীয় রাইফেলের অধীন। তারা মছিল সেক্টরে সেনা পোস্টে কর্মরত ছিলেন।

আরও বলা হচ্ছে, তুষার ধসের খবর পাওয়া মাত্রই সেনার একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। বরফ সরিয়ে সেনাদের উদ্ধারের কাজ চলছে। তবে তারা কী অবস্থায় ধসে চাপা পড়ে রয়েছেন তা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই উপত্যকার বিভিন্ন এলাকাজুড়ে লাগাতার ধসে মৃতের সংখ্যা বেড়ে চলেছে। শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩। এর মধ্যেই গতকাল এক সেনাকে জীবিত উদ্ধার করা হয়।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।