সৌদির বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ১৩
ইয়েমেনে চলমান সৌদি বিমান হামলায় নারী এবং শিশুসহ অন্তত ১৩ জন নিরীহ ও বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। ইয়েমেনের বিভিন্ন সূত্র থেকে এ কথা জানানো হয়েছে।
ইয়েমেনের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সূত্র থেকে বলা হয়েছে, গতরাতে সৌদি বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিমান হামলায় বিধ্বস্ত ঘরবাড়ির ভেতর থেকে হতাহতদের খুঁজে বের করার কাজে স্থানীয় অধিবাসীরা বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষকে সহায়তা করছে।
এর আগের খবরে বলা হয়েছিল, রাজধানী সানার নাসের কমপ্লেক্স আবাসিক এলাকায় সৌদি বিমান হামলায় নারী ও শিশুসহ কয়েক ডজন নিরীহ বেসামরিক মানুষ নিহত হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আদেল আল-জুবেরি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তার দেশ ইয়েমেনে বিমান হামলা শুরু করেছে। আনসারুল্লাহ যোদ্ধারা রাজধানী সানা`সহ ইয়েমেনের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ নেয়ার পর দেশটির বিরুদ্ধে এ যুদ্ধে নামল সৌদি আরব।
আরএস/এমএস