কর্মীদের যুক্তরাষ্ট্রে ফেরার আহ্বান গুগলের


প্রকাশিত: ১২:২২ পিএম, ২৮ জানুয়ারি ২০১৭

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে স্বাক্ষরের পর বিদেশে থাকা কর্মীদের শিগগিরই যুক্তরাষ্ট্রে ফেরত আসার নির্দেশ দিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠান গুগল।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। অভিবাসন সীমিত করতে নির্বাহী আদেশে সই করেছেন তিনি। আদেশে বলা হয়েছে, ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া ও ইয়েমেনের শরণার্থীরা তিন মাসের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। এছাড়া সিরীয় শরণার্থীরা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবে না।

ট্রাম্পের ওই নির্দেশের পর গুগল ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির কাছে উদ্বেগ প্রকাশ করে বলেছে, এ ধরনের পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্র বড় ধরনের মেধা সংকটে পড়তে পারে।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।