রাজশাহী বার কাউন্সিলে বিএনপি-জামায়াত জয়ী


প্রকাশিত: ০৫:১১ এএম, ২৬ মার্চ ২০১৫

রাজশাহী আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল সংখ্যাগরিষ্ঠ পদে জয়লাভ করেছে। নির্বাচনে নাজমুস সাদাত সভাপতি ও জমসেদ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার দিনব্যাপি এ নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী-বাম সমর্থিত প্রার্থীরা সহসভাপতিসহ ৫টি পদে জয়ী হয়েছেন। এছাড়া সমান সংখ্যক ভোট পেয়ে সাজেমান আলী ও শামসুল হক যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এরা দুইজন ৬ মাস করে দায়িত্ব পালন করবেন।

নির্বাচিত অন্যরা হলেন, বিএনপি-জামায়াত সমর্থিত সহসভাপতি পদে একেএম মিজানুর রহমান, মাহাবুবুল ইসলাম,  যুগ্মসাধারণ সম্পাদক শামসুল হক, হিসাব সম্পাদক মুন্সি আবুল কালাম আজাদ, লাইব্রেরী সম্পাদক আবদুল মালেক রানা, সম্পাদক অডিট মাহমুদুর রহমান রুমন, প্রেস অ্যান্ড ইনফরমেশন সম্পাদক আবদুর রাজ্জাক সরকার, ম্যাগাজিন অ্যান্ড কালচার সম্পাদক রজব আলী, সদস্য আদিলুজ্জামান, জালাল উদ্দীন (১), জাহাঙ্গীর আলম, কেএম ইফতেখার হামিদ শ্যামল, সেলিম রেজা মাসুম, সিফাত জেরিন তুলি।

আওয়ামী-বাম সমর্থিত প্যানেল থেকে সহসভাপতি পদে মখলেসুর রহমান স্বপন, সদস্য পদে অপূর্ব ভট্টাচার্য, সৈয়দা মর্জিনা খাতুন ও নাসিরা বানু রিতা নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, এ নির্বাচনে মোট ভোটার ছিল ৫৪৩ জন। এদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৫০৬ জন।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।