বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে


প্রকাশিত: ০৪:৩২ এএম, ২৬ মার্চ ২০১৫

ফ্রান্সের দক্ষিণাঞ্চলের আল্পস পর্বতমালায় বিধ্বস্ত হওয়া জার্মান উড়োজাহাজের ককপিটের ভয়েস রেকর্ডিং উদ্ধার করা গেছে। তবে ফরাসি তদন্ত সংস্থা বলছে, তথ্য উদ্ধার করতে আরও কয়েকদিন কিংবা সপ্তাহ লেগে যেতে পারে। এদিকে দ্বিতীয় ব্ল্যাক বক্সের সন্ধানে বৃহস্পতিবারও তদন্ত চলবে।

মঙ্গলবার দেড়শ আরোহী নিয়ে এয়ারবাস এ৩২০ নামের বিমানটি আল্পসে আছড়ে পড়ে। এদিকে নিহতদের স্বজনরা এরই মধ্যে আল্পসে জড়ো হতে শুরু করেছেন। বৃহস্পতিবার আরও বহু সংখ্যায় স্বজন সেখানে এসে পৌঁছাবেন।

বিধ্বস্ত হওয়া বিমানটির দ্বিতীয় ব্ল্যাক বক্সের খাপ বা বহিরাবরণটি পাওয়া গেলেও এর ভেতরে ফ্লাইটের কোনো তথ্য বা রেকর্ডিং পাওয়া যায়নি। ফলে, দ্বিতীয় ব্ল্যাক বক্সটি খুঁজে পেতে চলছে আরও জোর তল্লাশি।

ফ্রান্সের এভিয়েশান এক্সিডেন্ট ইনভেস্টিগেশনের পরিচালক রেমি জোটি বলছেন, যারা এখন কাজ করছে তাদের মূল লক্ষ্য হচ্ছে ফ্লাইটের ডাটা রেকর্ডারটি খুঁজে বের করা। পাশাপাশি বিধ্বস্ত বিমানের বড় অংশগুলো কোথায় ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে সেগুলোরও সন্ধান চলছে বলে জানালেন তিনি।

নিহতদের মধ্যে ১২টি দেশের নাগরিক থাকলেও বেশির ভাগ ছিলেন জার্মান ও স্প্যানিশ। এছাড়া অন্তত তিনজন ব্রিটিশ নাগরিক বলে জানিয়েছেন ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী।

স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ডুসেলডর্ফ পৌঁছানোর পথে বিমানটি বিধ্বস্ত হয় এবং বিধ্বস্ত হবার কারণটি এখনো সঠিকভাবে জানা যায়নি।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।