নির্বাচন না করলে ভুল করবে বিএনপি : তোফায়েল


প্রকাশিত: ০৪:২০ এএম, ২৬ মার্চ ২০১৫

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশ না নিলে ভুল করবে। বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, বিএনপি পথ খুঁজছে, কী করে তারা সন্ত্রাস ও নাশকতার পথ থেকে বের হয়ে আসতে পারে। এই নির্বাচনের মধ্যদিয়ে তারা এই পথ খুঁজে পাবে। আমরা মনে করি একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এবং বিএনপি এই নির্বাচনে অংশ গ্রহণ করবে।

মন্ত্রী আরও বলেন, বিএনপি যদি নির্বাচন অংশগ্রহণ না করে তবে ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে তারা যেই ভুল করেছিল আরেকটি ভুল তারা করবে।

নাশকতা বন্ধ না করে নির্বাচন করলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।