চিলিতে ভয়াবহ দাবানলে ১০ জনের মৃত্যু


প্রকাশিত: ০৯:৫৪ এএম, ২৭ জানুয়ারি ২০১৭

ভয়াবহ দাবানলে চিলির স্যান্টা ওলগা শহরটি পুড়ে ছাই হয়ে গেছে। দাবানলের কারণে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় এক হাজারের বেশি ঘরবাড়ি আগুনে পুড়ে গেছে। খবর এপির।

Chile

দাবানলে ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় দেশটিতে একের পর এক আন্তর্জাতিক সাহায্য পৌঁছাচ্ছে। সাম্প্রতিক সময়ে এমন ভয়াবহ দাবানল কেউ দেখেনি। আগুন নেভাতে কয়েক টন পানি বহনক্ষম সুপার ট্যাংকার বিমান পাঠিয়েছে রাশিয়া।

Chile

চিলির কেন্দ্রীয় অঞ্চলে আগুন ছড়িয়ে পড়েছে। তীব্র বাতাস, উচ্চ তাপমাত্রা এবং দীর্ঘদিনের খরার কারণে আগুন খুব দ্রুত ছড়াচ্ছে। আগুনে স্যান্টা ওলগা শহরটি একেবারেই নিশ্চিহ্ন হয়ে গেছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।