মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ


প্রকাশিত: ০৯:৩৪ এএম, ২৭ জানুয়ারি ২০১৭

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা একের পর এক পদত্যাগ করছেন। এক সপ্তাহ ধরে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই ওবামা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা পদত্যাগ করতে শুরু করেছেন। খবর বিবিসির।

এভাবে শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগে বেশ চাপে রয়েছেন পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। এখনো সিনেট থেকে তার দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত হয়নি।

প্রশাসনিক পদের শীর্ষ কর্মকর্তা প্যাট্রিক কেনেডি, দুই সহকারি সেক্রেটারি জয়েস বার মিশেল বন্ড এবং বৈদেশিক কূটনীতি বিভাগের পরিচালক জেনট্রি স্মিথ পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরো বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও নিজেদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।