এবার ক্যালকাটা কিসে উত্তেজনায় ব্যোমকেশ (ভিডিও)


প্রকাশিত: ১১:৫৫ এএম, ২৫ মার্চ ২০১৫

বাঙ্গালির চিরচেনা গোয়েন্দা সাদামাটা ব্যোমকেশ বক্সী বলিউডে বেড়াতে গিয়ে যেনো উত্তেজনার বাক্সে পরণিত হয়েছে! এই চরিত্রটি নিয়ে এর আগেও বেশ ক’জন নির্মাতা চলচ্চিত্র বানিয়েছেন। কিন্তু এমনি করে আলোচনা হয়নি।

সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনি নিয়ে দিবাকর ব্যানার্জি বলিউডে নির্মাণ করেছেন ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’ সিনেমা। আগে এর দু’টি ট্রেইলার প্রকাশ হওয়ার পরেই বাজারে ছড়িয়ে পরেছে উত্তেজনা। বিশেষ করে স্বস্তিকা-সুশান্তের চুম্বন দৃশ্য রীতি মতো ভাইরাল আকার ধারণ করেছে।

ট্রেইলারের পর এবার আরও বড় চমক নিয়ে হাজির হয়েছে গোয়েন্দা ব্যোমকেশ বক্সী সিনেমাটির নির্মাতার পক্ষে সম্প্রতি টুইটারে প্রকাশ করা হয়েছে সিনেমার গান ‘ক্যালকাটা কিস’।

১৯৪৩ সালের কলকাতার প্রেক্ষাপটে গড়ে উঠেছে ডিটেকটিভ ব্যোমকেশ বক্সীর কাহিনি। ‘ক্যালকাটা কিস’ গানেও রয়েছে সেই রেট্রো লুক। জ্যাজ লুকে লরেন গটিলেবের উত্তেজক অঙ্গভ্ঙ্গিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। টুইটারে গানের ভিডিও প্রকাশ করে লেখা হয়েছে, ‘পা রাখুন ১৯৪০ সালের পৃথিবীতে।’

সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনি নিয়ে সিনেমার ডিটেকটিভ ব্যোমকেশ বক্সীতে ব্যোমকেশের চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত। সিনেমাতে আরও রয়েছেন স্বস্তিকা মুখার্জি। আগামী ৩ এপ্রিল মুক্তি পাচ্ছে ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী।



এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।