ভারতীয় পতাকার আদলে সেজেছে বুর্জ খলিফা


প্রকাশিত: ০৭:০২ এএম, ২৬ জানুয়ারি ২০১৭

আজ ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবস। এ উপলক্ষে ভারতের পতাকার রঙে রঙিন হয়ে উঠেছে দুবাইয়ে অবস্থিত বিশ্বের বৃহত্তম অট্টালিকা বুর্জ খালিফা।

বুধবার রাত থেকেই বুর্জ খলিফার আবহ পরিবর্তন চোখে পড়ে। ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরব আমিরাতে সফর করেন। সে সময়ই দু’দেশের মধ্যে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়।

এছাড়া প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে আমিরাতের যুবরাজ মুহাম্মদ জায়েগ আল নাহানকে আমন্ত্রণ জানানো হয়। তিনি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে হাজির হয়েছেন।

খলিজ টাইমস-এর এক খবরে বুর্জ খলিফার ভারতীয় পতাকার আদলে সজ্জিত হবার খবর নিশ্চিত করা হয়।  ভারতের প্রজাতন্ত্র দিবসকে সম্মান জানাতে পতাকা উত্তোলন কর্মসূচিও হাতে নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।