বিড়াল-কুকুরের সমান বুদ্ধি


প্রকাশিত: ০৬:২৮ এএম, ২৬ জানুয়ারি ২০১৭

ধারণা করা হতো বিড়ালের তুলনায় কুকুরের বুদ্ধি অনেক বেশি। কিন্তু সেই ধারণা এবার পাল্টানোর সময় এসে গেছে। বিজ্ঞানীরা বলছেন, বিড়ালও কুকুরের মতই সমান বুদ্ধি রাখে।

একটি গবেষণার পর জাপানের বিজ্ঞানীরা বলছেন, তারা বিড়ালের ওপর মনে রাখার বেশ কয়েকটি পরীক্ষা নিয়েছেন। এতে দেখা গেছে, বেড়ালের ভালো বুদ্ধি আছে। ৪৯টি বিড়ালের উপর এই পরীক্ষা চালানো হয়।

পরীক্ষায় দেখা গেছে, আগে খাওয়া ভালো কোনো খাবার প্রাণীটি আবারও চিনে নিতে পারে। এ ধরনের স্মরণশক্তি সব সময় কুকুরের মধ্যেই দেখা যায়।

কিয়োটো বিশ্ববিদ্যালয়ের গবেষক সাহা তাকাজি বলেছেন, কুকুরের মতো বিড়ালও একই ধরনের স্মরণশক্তির পরিচয় দিয়েছে। যেমনটা এ ধরনের ক্ষেত্রে একজন মানুষ করে থাকে।

পরীক্ষায় দেখা গেছে, মানুষের আচরণ এবং মুখের অঙ্গভঙ্গির অর্থও বুঝতে পারে প্রাণীগুলো। বিজ্ঞানীরা বলছেন, ভবিষ্যতে বিড়ালের আচরণ এবং মানুষের সঙ্গে প্রাণীটির সম্পর্কের বিষয়ে গবেষণায় এসব তথ্য সহায়তা করবে।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।