বিশ্বের প্রথম লাখ কোটিপতি হচ্ছেন বিল গেটস


প্রকাশিত: ১১:০৭ এএম, ২৫ জানুয়ারি ২০১৭

সফটওয়ার জায়ান্ট প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হতে চলেছেন। ১ লাখ কোটি মার্কিন ডলারের মালিককে এই প্রথম দেখতে যাচ্ছে বিশ্ব। এখন পর্যন্ত এত টাকার অধিকারী কাউকে দেখা যায়নি। তবে এজন্য অপেক্ষার পালা শেষ হতে চলছে।

সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সম্মেলনে ‘অ্যান ইকোনমি ফর দ্য ৯৯%’ শীর্ষক এক গবেষণায় এ তথ্য তুলে ধরেছে অক্সফাম।

অক্সফাম ইন্টারন্যাশনাল বলছে, বিল গেটসের সম্পত্তি যেভাবে বাড়ছে, তাতে আগামী ২৫ বছরের মধ্যেই ১ লাখ কোটি ডলার সম্পত্তির মালিক হতে চলেছেন তিনি। বর্তমানে বিল গেটসের বয়স ৮৬ বছর।

অক্সফাম-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৬ সালে যখন বিল গেটস মাইক্রোসফট ছাড়েন, তখন তার সম্পত্তির পরিমাণ ছিল ৫ হাজার কোটি মার্কিন ডলার। ২০০৯ সাল থেকে বিল গেটসের সম্পত্তি ১১ শতাংশ হারে বেড়েছে। ২০১৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৫০০ কোটি মার্কিন ডলারে।

সম্প্রতি অক্সফাম এক প্রতিবেদনে জানায়, বর্তমানে বিশ্বের ধনী আট ব্যক্তির কাছে থাকা সম্পদ; পুরো পৃথিবীর অর্ধেক জনসংখ্যার কাছে থাকা সম্পদের সমান। ধনী-গরিবের এ পার্থক্য গত বছরের তুলনায় অনেক বেশি।

সুইজারল্যান্ডের দাভোসে আয়োজিত বিশ্ব রাজনীতি ও শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে এ প্রতিবেদন উপস্থাপন করেছে অক্সফাম।

অক্সফ্যাম ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক উইনি বিয়ানিমা বলেছেন, যেখানে বিশ্বের প্রতি ১০ জনের মধ্যে একজনের সারাদিন কাটে মাত্র ২ ডলারে, সেখানে গুটিকয়েক ব্যক্তির হাতে এত সম্পদ থাকা শোভনীয় নয়। এই পার্থক্যই কোটি কোটি মানুষকে দারিদ্র্যের মুখে ঠেলে দিচ্ছে। গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে।

রাষ্ট্রনায়করা এ পরিস্থিতি উত্তরণের জন্য ব্যবস্থা নিতে ব্যর্থ হলে নিকট ভবিষ্যতে সামাজিক ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে অক্সফাম।

মার্কিন প্রভাবশালী সাময়িকী ফোর্বস প্রকাশিত ধনী ব্যক্তির তালিকার বরাত দিয়ে অক্সফাম বলছে, বর্তমানে পৃথিবীতে সবচেয়ে সম্পদশালী হচ্ছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তার সম্পদের পরিমাণ ৭৫ বিলিয়ন মার্কিন ডলার।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।