সোমালিয়ায় হোটেলে জঙ্গি হামলায় নিহত ১৩


প্রকাশিত: ০৯:১০ এএম, ২৫ জানুয়ারি ২০১৭

সোমালিয়ার রাজধানী মোগাদেসুতে একটি জনপ্রিয় হোটেলে জঙ্গি গোষ্ঠী আল শাবাবের হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। জঙ্গিরা ওই হোটেলটি লক্ষ্য করে বন্দুক এবং বোমা হামলা চালিয়েছে।

বুধবার সকালে এক সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী দায়াহ হোটেলের সামনে একটি গাড়িবোমা হামলা চালায়। ওই হোটেলটি কেন্দ্রীয় মোগাদেসুর পার্লামেন্ট ভবনের কাছেই অবস্থিত।

হোটেলের সামনে দু’বার ভয়াবহ গাড়িবোমা হামলা চালানো হয়। একই সঙ্গে হামলাকারীরা হোটেলের ভেতরে গুলি ছোড়ে।

রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে পুলিশ কর্মকর্তা মেজর মোহাম্মদ আহমেদ জানিয়েছেন, মোগাদেসুর দায়াহ হোটেলে জোড়া বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। এই ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

প্রথম বিস্ফোরণের পরপরই সেখানকার খবর জানতে বেশ কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে ছুটে যান। এদের মধ্যে বেশ কয়েকজন হামলায় আহত হয়েছেন। হামলায় হোটেলের আশেপাশের বেশ কিছু বাড়ি-ঘর এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।