ইভাংকার দেবরও ট্রাম্পবিরোধী বিক্ষোভে


প্রকাশিত: ০৪:৩৯ এএম, ২৫ জানুয়ারি ২০১৭

ট্রাম্পবিরোধী বিক্ষোভে দেখা গেলো ইভাংকার দেবরকে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় মেয়ে ইভাংকা। ট্রাম্পবিরোধী বিক্ষোভে দেখা গেছে তার মেয়ে ইভাংকার দেবর কুশনারকে।

শনিবার ওয়াশিংটনে নারীদের বিক্ষোভের মধ্যে দেখা গেছে তাকে। যদিও জোশুয়া কুশনার এখন দাবি করছেন, তিনি বিক্ষোভে যোগ দেননি, দেখতে গিয়েছিলেন।

ট্রাম্পবিরোধী ওই বিক্ষোভে কমপক্ষে ৫ লাখ নারী অংশ নেয়। বিক্ষোভের মধ্যে কুশনারের দাঁড়িয়ে থাকা একটি ফটো সম্প্রতি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফটোটি পোস্ট করে ‘দ্য ওয়াশিংটনিয়ান ম্যাগাজিন’।

মার্কিন গণমাধ্যমে বলা হয়, কুশনার ডেমোক্রেটিক দলের সমর্থক হিসেবে পরিচিত। তাঁর মুখপাত্র বলেন, ‘জোশুয়া তাঁর বড় ভাই জ্যারেডকে খুব ভালোবাসেন। বড় ভাই আঘাত পান এমন কোনো মন্তব্য তিনি করতে চান না। তবে এটা ঠিক যে তিনি ডেমোক্র্যাট সমর্থক। সূত্র : দ্য ইনডিপেনডেন্ট।

এমআরএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।