প্রিন্স মুসাকে নিয়ে তৈরি হচ্ছে ৫টি ভাষায় তথ্যচিত্র

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:১৮ পিএম, ২৪ মার্চ ২০১৫

বাংলাদেশি বংশোদ্ভূত বিশ্বের অন্যতম অস্ত্র ব্যবসায়ী ও বিজনেস টাইকুন ড. মুসা বিন শমসেরের জীবন নিয়ে পাঁচটি ভাষায় তৈরি হচ্ছে তথ্যচিত্র `প্রিন্স মুসা :এক রহস্যের বরপুত্র`। বাংলার পাশাপাশি ইংরেজি, হিন্দি, জাপানি ও আরবি ভাষায় তথ্যচিত্রটি নির্মিত হবে।

ইতোমধ্যে এর চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে। গবেষণা, দৃশ্যধারণ, শব্দ সংযোজন ও সম্পাদনার জন্য দেশি-বিদেশি ২৬ জনের একটি দল এতে কাজ করছে। ১ এপ্রিল থেকে তথ্যচিত্রটির শুটিং শুরু হবে বলে নির্মাতা প্রতিষ্ঠান এসএস কমিউনিকেশন সূত্রে জানা যায়। বিভিন্ন দেশের রাষ্ট্রীয় টিভি চ্যানেলে এটি প্রচার হবে বলে আয়োজকরা জানান।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।