ট্রাম্পের শপথের পর জেরুজালেমে ফের বাড়ি নির্মাণের ঘোষণা ইসরায়েলের


প্রকাশিত: ০২:৫১ পিএম, ২৪ জানুয়ারি ২০১৭

অবৈধ অধিকৃত জেরুজালেমের পশ্চিম তীরে আরো আড়াই হাজার বাড়ি নির্মাণ করবে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন।

এর আগে, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার দুদিন পর রোববার পূর্ব জেরুজালেমের তিনটি বসতিতে ৫৬০টির বেশি হাউজিং ইউনিট নির্মাণের অনুমোদন দেয় জেরুজালেম পৌর কর্তৃপক্ষ।

নতুন করে বসতি স্থাপনের অনুমোদনের একদিন পর আরো আড়াই হাজার বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের এই বসতি স্থাপন পরিকল্পনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ওবামা প্রশাসনের সময় থেকে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ ইসরায়েলের বসতি স্থাপনের ব্যাপক সমালোচনা করে আসছে।

পর্যবেক্ষকদের ধারণা, গত শুক্রবার ট্রাম্পের অভিষেকের পর নতুন বসতি স্থাপনের এ পরিকল্পনা ট্রাম্পের সমর্থন কামনা ও দৃষ্টি আকর্ষণের করার জন্য হতে পারে।

সূত্র : আরটি।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।