আবারো ভুল টুইট ট্রাম্পের


প্রকাশিত: ০৬:৫৪ এএম, ২৪ জানুয়ারি ২০১৭

মাত্র তিন দিন হল মার্কিন প্রেসিডেন্ট হিসেবে গদিতে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই আবারো টুইট বার্তায় বানান ভুলের কারণে বিতর্কের মুখে পড়লেন তিনি। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেশের সেবা করার সুযোগ পেয়ে নিজেকে সম্মানিত মনে করছি।’

সেখানে ইংরেজি ‘অনার’ বানানটি লিখতে গিয়ে ভুল করে ফেলেন তিনি। তবে কিছুক্ষণের মধ্যেই ওই পোস্টটি মুছে নতুন করে টুইট করেন তিনি। কিন্তু ততক্ষণে বিষয়টি অনেকেরই চোখে পড়েছে।

কেউ কেউ লিখেছেন, ‘আমেরিকা এত দিনে সবচেয়ে অশিক্ষিত প্রেসিডেন্ট পেলো।’ আবার কেউ লিখেছেন, ‘এই দুঃখ আরো চার বছর সহ্য করতে হবে।’

এর আগেও নানা সময় বানান ভুল করেছেন ট্রাম্প। চীনের বিরুদ্ধে একটি টুইট করতে গিয়েও একবার ভুল বানান  লিখেছিলেন ট্রাম্প।

তবে প্রেসিডেন্ট হিসেবে করা টুইটটি মুছে ফেলায় অন্য রকম বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই বলছেন, তিনি আমেরিকার প্রেসিডেন্সিয়াল রেকর্ডস অ্যাক্ট লঙ্ঘন করছেন না তো?

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।