ফ্রান্সে ১৪৮ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত


প্রকাশিত: ১১:০৪ এএম, ২৪ মার্চ ২০১৫

দক্ষিণ ফ্রান্সে ১৪২ যাত্রী ও ৬ জন ক্র নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ফ্রান্সের পুলিশ ও বিমান সংস্থার অফিস সূত্রে বলা হয়েছে, জার্মানীর বিমান এ-৩২০ মঙ্গলবার আল্পাস পর্বতে বিধ্বস্ত হয়।

ফরাসি এভিয়েশন কর্মকর্তারা বলছেন, জার্মান বাজেট এয়ারলাইন্স জার্মান উইংস্‌ এই বিমানটি পরিচালনা করছে। বিমানটি স্পেনের বার্সেলোনা শহর থেকে জার্মানির ডুসেলডর্ফ যাচ্ছিল। ফরাসি শহর ডিনয়ো-ল্য-বাঁন-র কাছে বিমান থেকে জরুরি বিপদ সঙ্কেত পাঠানো হয়। বিমানটি ১০টা ৪৭ মিনিটে দুর্ঘটনা সংকেত পাঠিয়েছিলো।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাজেনভ বলেন, ইতোমধ্যে বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। তিনি দুর্ঘটনাস্থলের দিকে যাত্রা করেছেন।

এদিকে বিধ্বস্ত বিমানের যাত্রীরা বেঁচে আছেন এমন সম্ভাবনা কম বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সোঁয়া ওলান্দ।

এএইচ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।