মার্কিন হামলায় গুরুতর আহত বাগদাদি


প্রকাশিত: ০৫:১৭ এএম, ২৪ জানুয়ারি ২০১৭

মার্কিন বিমান হামলায় গুরুতর আহত হয়েছেন জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদি। ইরাকের আল বাজ জেলায় ড্রোন হামলায় আহত হয়েছেন তিনি। খবর দ্য সানের।

ইরাকের উত্তরাঞ্চলে লাগাতার বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলাতেই আহত হয়েছেন বাগদাদি।

তবে আইএসের তরফ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। এর আগে গত বছরের জুনে বাগদাদির গুরুতর আহত হওয়ার খবর শোনা গিয়েছিল। তখনও আইএসের তরফ থেকে এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ডিসেম্বরেই পেন্টাগনের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছিল, বাগদাদি এখনও জীবিত আছেন। তার মাথার দাম ১ কোটি ডলার থেকে বাড়িয়ে আড়াই কোটি ডলার করা হয়।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।