তিন তালাক প্রথার বিলুপ্তি দাবি তসলিমার


প্রকাশিত: ০৪:৪৬ এএম, ২৪ জানুয়ারি ২০১৭

ভারতে অবিলম্বে তিন তালাক প্রথার বিলুপ্তি দাবি করেছেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। এ জন্য শিগগিরই ভারতে অভিন্ন দেওয়ানি বিধি চালু হওয়া দরকার বলে মন্তব্য করেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকা।

সোমবার ভারতের রাজস্থানের জয়পুর সাহিত্য উৎসবে অংশ নিয়ে এক আলোচনা সভায় অংশ নিয়ে তসলিমা নাসরিন এই মন্তব্য করেন।

তসলিমা বলেন, মেয়েদের অধিকার সুরক্ষিত করার স্বার্থেই ভারতে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হওয়া জরুরি।’ কোনও ধর্মই আইনের ঊর্ধ্বে হতে পারে না।

এই লেখিকা আরো বলেন, সবার জন্য আইন এক রকম না হওয়া কি আদৌ গণতান্ত্রিক? হিন্দুদের জন্য যদি একটা আইন থাকে, হিন্দু মহিলারা যদি স্বেচ্ছায় স্বামীর থেকে বিচ্ছিন্ন হওয়ার অধিকার পান, স্বামীর সম্পত্তিতে যদি তাদের অধিকার থাকে এবং আমরা যখন দেখছি যে এই আইনটা কতটা প্রগতিশীল, তখন ইসলামি মৌলবাদীরা কেন এর (মুসলিম মহিলাদের এই অধিকার দেওয়ার) বিরোধিতা করছেন? শুধুমাত্র ভোট পাওয়ার জন্য ধর্মীয় মৌলবাদীদের প্রশ্রয় দেওয়া হয় এবং তাকে ধর্মনিরপেক্ষতার নাম দেওয়া হয়।

উল্লেখ্য, জয়পুর সাহিত্য উৎসবে তসলিমাকে অত্যন্ত গোপনে আমন্ত্রণ জানানো হয়েছিল। তসলিমার যোগদানের খবর পেয়েই একটি সংখ্যালঘু সংগঠন বিক্ষোভ দেখিয়েছে উৎসব চত্বরে।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।