সৌদিতে বৃষ্টির জন্য প্রার্থনা


প্রকাশিত: ০৪:১৩ এএম, ২৪ জানুয়ারি ২০১৭

সৌদি আরবে দুই পবিত্র মসজিদের প্রধান এবং দেশের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ইসতিসকার (বৃষ্টির জন্য) নামাজের জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। খবর বাহরাইন নিউজের।

পুরো দেশজুড়ে বৃহস্পতিবার এই প্রার্থনার আয়োজন করা হবে। সোমবার স্থানীয় আদালত থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ওই বিবৃতিতে মহান আল্লাহর কাছে সবাইকে নিজ নিজ অপরাধের জন্য অনুতাপ ও ক্ষমা চেয়ে ভালো কাজ, দান খয়রাত করা এবং বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানানো হয়।  

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।