ভারতের ৪৫ শতাংশ আইনজীবীই ভুয়া


প্রকাশিত: ০৩:২২ পিএম, ২৩ জানুয়ারি ২০১৭

দুই বছরের যাচাই-বাছাই শেষে বার কাউন্সিল অব ইন্ডিয়া বলছে, ভারতের আইনজীবীদের প্রায় অর্ধেকই ভুয়া। চলতি সপ্তাহে কাউন্সিলের প্রধান মনন কুমার মিশ্র সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জেএস খেহর ও অন্যান্য শীর্ষ বিচারপতিকে এ তথ্য জানান।

কাউন্সিলের প্রধান মনন কুমার মিশ্র জানিয়েছেন, অভিযান চালিয়ে তারা দেখেছেন যে, সারা দেশে আদালত চত্বরে যারা ঘুরে বেড়ান তাদের মধ্যে ৫৫ থেকে ৬০ শতাংশ প্রকৃত আইনজীবী।

চলতি সপ্তাহে দেশটির প্রধান বিচারপতি জেএস খেহরকে সংবর্ধনা দেয়া হয়। ওই অনুষ্ঠানে বার কাউন্সিলের প্রধান বলেন, আইনজীবী যাচাই অভিযানে দেখা গেছে, দেশে প্রকৃত আইনজীবীর সংখ্যা কমে এসেছে।

তিনি বলেন, এ ধরনের অভিযানের ফলে আমাদের পেশার মান আরো বাড়বে। মনন মিশ্র বলেন, ২০১২ সালের বার কাউন্সিল অব ইন্ডিয়ার নির্বাচনী পরিসংখ্যান বলছে, আমাদের ১৪ লাখ ভোটার ছিল। তবে এ অভিযান চালানোর পর আমাদের কাছে আবেদন জমা পড়েছে মাত্র সাড়ে ৬ লাখ।

প্রধান বিচারপতি জেএস খেহর বলেন, বার কাউন্সিল আইনজীবী যাচাইয়ের এ অভিযান শুরু করায় আমি খুশি। ভুয়া আইনজীবী ছাড়াও জাল ডিগ্রিধারীও আছেন। লাইসেন্স ছাড়াই তারা কাজ করছেন। তারা আদালতে যান, প্র্যাকটিসও করেন। এ অভিযান আরো অনেক আগে শুরু করা প্রয়োজন ছিল।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।