বিস্ফোরণ ঘটিয়ে ১০ সেকেন্ডেই ২০ ভবন ধ্বংস (ভিডিও)


প্রকাশিত: ০২:২০ পিএম, ২৩ জানুয়ারি ২০১৭

প্রায় ২০টি বহুতল ভবন মুহূর্তের মধ্যেই উড়িয়ে দেয়া হলো চীনে। মাত্র ১০ সেকেন্ডের মধ্যে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হলো ওই ২০টি ভবন। সেন্ট্রাল চীনের এসব ভবন ধ্বংস করতে ব্যবহার করা হয় ৫ টন বিস্ফোরক দ্রব্য।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে বলছে, কাব্যিক এ বিস্ফোরণ ঘটানো হয়েছে চীনের মধ্যাঞ্চলের হুবেই প্রদেশের রাজধানী উহানে। ১৯ থেকে ১২ তলা বিশিষ্ট এসব ভবন নিয়ন্ত্রিত উপায়ে ধ্বংস করা হয়েছে।

বিস্ফোরণ বিভাগের মহাপরিচালক জিয়া ইয়ংশেং বলেছেন, ‘শহরের কেন্দ্রস্থলে পরিচালিত বড় ধরনের অভিযানে ভবন ধ্বংস করলেই হয় না। বরং এ ধরনের কাজের প্রতিকূল ফলাফল নিয়ন্ত্রণের পরিস্থিতি দৃঢ়ভাবে নিশ্চিত করাও প্রয়োজন।’

তিনি বলেন, নিয়ন্ত্রিত বিস্ফোরণের জন্য ৫ টন বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, যা প্রায় ১৫ হেক্টর এলাকায় ছড়িয়ে দেয়া হয়েছিল।

জিয়া বলেন, এই ধ্বংসযজ্ঞের প্রভাব ছিল ইতিবাচক। বিস্ফোরিত ভবনের আশপাশের এলাকা ও সরকারি রেলওয়েতে কোনো প্রভাব পড়েনি। বিস্ফোরণের ফলে সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া প্রতিকূল প্রভাবও পড়েনি।

সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে, ওই এলাকায় এটি ছিল নিয়ন্ত্রিত তৃতীয় বিস্ফোরণ। শহর কর্তৃপক্ষ ওই এলাকায় বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ও নতুন ব্যবসায়িক সেন্টার নির্মাণের পরিকল্পনা করছে। এ লক্ষে উহানের কমপক্ষে ৩২টি ভবন বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হচ্ছে। চীনের সবচেয়ে বেশি মানুষের বসবাসকারী শহরগুলোর একটি উহানে প্রায় এক কোটি মানুষের বসবাস রয়েছে। দেখুন ভিডিওতে...



সূত্র : আরটি।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।