চার পা’য়ের শিশুর জন্ম


প্রকাশিত: ১১:২০ এএম, ২৩ জানুয়ারি ২০১৭

ভারতের কর্ণাটক রাজ্যে চার পায়ের এক ছেলে শিশুর জন্ম হয়েছে। শনিবার কর্ণাটকের রাইচুর জেলার একটি হাসপাতালে স্বাভাবিক জন্ম নেয়া শিশুটির পুরুষ যৌনাঙ্গ রয়েছে দুটি।

শনিবার ভোর ৪টা ২৩মিনিটে রাইচুরের ধাদিসুুগুর প্রাইমারি হেলথ সেন্টারে শিশুটির জন্ম হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে। মা ললিতাম্মা, বাবা চেন্নাবাসাভা ও চিকিৎসক বলছেন, স্বাভাবিক প্রক্রিয়ায় জন্ম হয়েছে শিশুটির।

মা ২৩ বছর বয়সী ললিতাম্মা সদ্য জন্ম নেয়া সন্তানকে ‘ঈশ্বরের উপহার’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে অন্য একটি হাসপাতালে নেয়া হবে।

প্রথমে হাসপাতালে নিতে অনিচ্ছুক হলেও পরিবারের সদস্যদের পরামর্শ ও আশ্বাসে পশ্চিম কর্ণাটকের বাল্লারির একটি হাসপাতালে যান ওই দম্পতি। ললিতাম্মা বলেন, যেভাবে জন্ম নিয়েছে সেভাবেই তাকে লালন-পালনের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

তিনি বলেন, ‘আমার প্রথম শিশু তিন বছর আগে জন্ম নিয়েছে; সুস্থ্য আছে। আমরা গরীব এবং ব্যয়বহুল চিকিৎসার সামর্থ্য নেই।’

চিকিৎসক বিরুপাকশা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, আমি শিশুটিকে বিজয়ানগর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে নেয়ার পরামর্শ দিয়েছি। রোববার সার্জনের সঙ্গে কথা বলেছি এবং তারা আমাকে বলেছেন যে, শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শিশুটি স্বাভাবিক হয়ে উটবে বলে প্রত্যাশা করেছেন তিনি।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।