‘সাম্প্রদায়িক’ বিজেপিকে ঠেকাতে ‘ঐতিহাসিক’ জোট


প্রকাশিত: ০৪:৪৪ এএম, ২৩ জানুয়ারি ২০১৭

ভারতের ক্ষমতাসীন বিজেপিকে অভিন্ন শত্রু ভেবে তাদের হারাতে শেষ পর্যন্ত হাত মিলিয়েছেন রাহুল গান্ধী ও অখিলেশ যাদব।

শেষ পর্যন্ত এ জোট হবে কি হবে না নিয়ে তা বিস্তর জল্পনা-কল্পনার মধ্যে রোববার সন্ধ্যায় জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসে দুই দলের রাজ্য সভাপতি রাজ বাব্বার ও নরেশ উত্তম পাটেলের কাছ থেকে।  ঘোষণা অনুযায়ী, অখিলেশের নেতৃত্বেই উত্তরপ্রদেশ ভোটে লড়বে সমাজবাদী পার্টি ও কংগ্রেস জোট।

সমাজবাদী পার্টি লড়বে ২৯৮টি আসনে। অন্যদিকে কংগ্রেস লড়বে ১০৫টি আসনে। দুই দলই বলছে, ‘সাম্প্রদায়িক’ বিজেপিকে ঠেকাতে ও জাত-ধর্মের উপরে উঠে সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থেই এ ‘ঐতিহাসিক’ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জোটে আসনসংখ্যা নিয়ে শুরুর দিকে মতবিরোধ থাকলেও সোনিয়া-রাহুলের আলোচনার পর পরিস্থিতি বদলে যেতে শুরু করে। আনন্দবাজার।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।