ওবামার কেকের ডিজাইন নকল করে ট্রাম্পের অভিষেক


প্রকাশিত: ১১:৫৭ এএম, ২২ জানুয়ারি ২০১৭

কয়েক বছর আগে প্রেসিডেন্ট বারাক ওবামার অভিষেক অনুষ্ঠানে কাটা কেকের ডিজাইন নকলের অভিযোগ উঠেছে সদ্য শপথ নেয়া ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। অভিষেক অনুষ্ঠানের কেকের ডিজাইন নকলের অভিযোগ এনেছেন ওবামার অভিষেকের কেক প্রস্তুতকারী বেকার ডাফ গোল্ডম্যান।

তারকা বেকার ডাফ গোল্ডম্যান চার বছর আগে ওবামার অভিষেক অনুষ্ঠানের কেক তৈরি করেছিলেন। শুক্রবার রাতে শপথ নেয়ার পর ডোনাল্ড ট্রাম্প যখন কেক কাটছিলেন; তখনই তিনি দেখতে পান, চার বছর আগে ওবামার অভিষেক অনুষ্ঠানের জন্য তিনি যে কেক তৈরি করেছিলেন এটি তারই নকল।

ডিজাইন নকলের অভিযোগ ওঠার পর ট্রাম্পের কেক প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাটারক্রিম বেকশপ বলছে, তারা গোল্ড ম্যানের অনুমতি নিয়ে কেকের ডিজাইন নকল করেছেন। ডিজাইন নকলের অভিযোগ উঠলেও কোন কেক বেশি সুস্বাদু ছিল সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।  

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।